উদাসী হাওয়ার গান
- ইন্দ্রনীল বিশ্বাস
তোমার আকাশটা যে মাপা,
তোমার সুয্যিটা যে আঁকা-
তোমার পথটা এলোমেলো,
তুমি হাঁটছ একা একা I
হারিয়ে গেছ তুমি,
হঠাৎ নতুন করে দেখা-
পারলে আবার হেসো,
আবার ভালোবেসো I
তোমার রং তুলি,
ক্যানভাস যে ফাঁকা….
তোমার সুয্যিটা যে আঁকা-
তোমার পথটা এলোমেলো,
তুমি হাঁটছ একা একা I
হারিয়ে গেছ তুমি,
হঠাৎ নতুন করে দেখা-
পারলে আবার হেসো,
আবার ভালোবেসো I
তোমার রং তুলি,
ক্যানভাস যে ফাঁকা….
আমরা সবাই খুঁজি তাকে,
তাকে যায় না তো আঁকা I
তাকে যায় না তো আঁকা I
টুকরো হওয়া কাঁচে,
নতুন কথা লেখা-
নতুন কথা লেখা-
সুয্যি মামা ডাকে,
ওই নতুন পথের বাঁকে……….
ওই নতুন পথের বাঁকে……….
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন