সোমবার, ৯ এপ্রিল, ২০১২


কবির ছবি আর ছবির কবিতা
- ইন্দ্রনীল বিশ্বাস

চেয়ে দেখো প্রকৃতি আর পুরুষের কি অপূর্ব মিলন;
নিঃসঙ্গ বালুকা বেলায় বেলা শেষে রোদ্দুরের মাখামাখি,
মিলনের যথার্থতা খোঁজার এক অপূর্ব প্রয়াস I
সেই মাহেন্দ্রক্ষণে,
কবির মন ছুঁয়ে লেখনী উঁকি মারে মুক্তির আকাশে,
বিমূর্ত ভাবনাকে ছবিতে পরিনত করার অঙ্গীকারের
সময় বুঝি আসন্ন I
এগিয়ে এসো ভাবনা, এগিয়ে এসো মনন;
সঙ্গ দাও কবির নিঃসঙ্গতাকে,
পরিপূর্ণতা পাক এই মিলনের প্রয়াস I
বেজে উঠুক বেলা শেষে নতুন ভোরের গান;
সৃষ্টি হোক “কবির ছবি আর ছবির কবিতা” I

২টি মন্তব্য: