সোমবার, ৯ এপ্রিল, ২০১২


তুমি সেই জলপরী
             -ইন্দ্রনীল বিশ্বাস

সকাল বেলার হলুদ শাড়ী
তুমি তখন অন্য নারী,
শান্ত মুখ, ক্লান্ত চোখ;
তুমি কি সেই জলপরী ?
মনের ভিতর উড়ছে ঘুড়ি,
লাটাই সুতো খাচ্ছে পাক-
বলছে মন প্যাঁচটা চলুক,
কাটুক ঘুড়ি দেখাই যাক|
কাটল ঘুড়ি, ছিড়ল সুতো,
ভাসলো মন অজান পানে|
জলপরী কে খুজছি আমি
জল কে শুধাই জল কি জানে |
জল যে তাকায় আকাশ পানে
ঘুড়ির ভাষা সে কি জানে?
কাটা ঘুড়ি কাটা সুতো,
ভাসছে জলে দিশাহীন
জলপরী জলে লুকিয়ে আছে
ঘুড়ির ভাষা সেও জানে|
সন্ধ্যে বেলায় আবার শাড়ী-
এবার তুমি লভ্য নারী,
শান্ত মুখে উগ্র প্রলেপ
লুকিয়ে ফেলা চোখের জল
ঘুড়ির ভাষা আবার বল|
জলের ভাষা ঘুড়ির ভাষা-
সবার ভাষা সে তো জানে|
তবুও সে অন্য নারী
লুকিয়ে জল মনের কোনে|
তাকিয়ে দেখ এই যে ঘুড়ি
কাটিয়ে প্রহর বাজছে ঘড়ি
আবার সেই হলুদ শাড়ী,
ক্লান্ত শরীর রিক্ত নারী
এই তো সেই জলপরী|

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন