সোমবার, ৯ এপ্রিল, ২০১২


রাঙা বউ এর রূপকথা
             -ইন্দ্রনীল বিশ্বাস

 
এক

বিশাল বাড়ি হট্টগোল, সবাই তোলে শোরগোল;
বিশাল তোরণ বধুর বরণ, বধুর চোখে রঙিন স্বপন;
সবার মুখে হাসির ঢেউ, কনে এলো রাঙা বউ I

 
দুই

রাঙা বৌএর বিশাল বাড়ি, আরশি তাতে সারি সারি;
রাঙা বৌএর রঙিন দুপুর, রং তুলিতে রঙিন নুপুর;
রাঙা বৌএর রাঙা বর, সুখ সারি সে শশুর ঘর I

তিন

সবার মুখে বাঁকা হাসি, রাঙা বউ আজ রাঙা দাসী;
রাঙা বৌএর একলা রাত, রাঙা বৌএর পান্তা ভাত;
রাঙা বর দূর দেশ, রাঙা বৌএর গল্প শেষ I

চার

রাঙা বৌএর নতুন ছবি, রাঙা বউ তুই মেয়ে হবি;
পায়ের কাছে মস্ত শিকল, হওয়ার কথা ভাবাই বিফল;
রাঙা বউ এর স্বপ্ন শেষ, কান্না-হাসি-সুরের রেশ I

পাঁচ

আরশি গুলোই জমছে ধুলো, তোরণ জোড়া রোদ হারালো;
রাঙা বৌএর এখন কালো দুপুর, পালিস বিহীন কালো নুপুর;
রাঙা বউ যে কোথায় গেল, রাঙা বউ এর রং যে কালো I

 
শেষ

আবার বাড়ি সরগরম, নতুন বৌএর আগমন;
সবার মুখে আবার হাসি, নতুন বউ নতুন দাসী;
আরশি গুলো তোরণ জুড়ে, চুপিসারে চুপকথা;
ও নতুন বউ শুনবি নাকি;
রাঙা বউ এর রূপকথা I

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন