মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

গৃহিনী-চৈত্রসেল
গরমেতে  হাঁসফাঁস গৃহিনীরা একমাস..
দুপুরেতে জটলা সাথে আছে পোটলা,
সংসার সব ভুলে.. নাওয়া খাওয়া সব তুলে
ওরে বনা, ওরে মিঠু..কে কোথায় আছিস?
যে ভিষণ সময় হবে না যে মিস!
ধরছে ট্যাক্সি… ধরছে বাস,
যে চৈত্র মাস I
ছেলের টিফিন বাক্স কর্তার নিত্য হর্ষ-
দুপুর বেলা অবসরে গড়িয়া হাটের মোড়ে,
দোকানির দরবার গৃহিনীর হাহাকার…
আটশ নয় শুধু আশি থেকে একশর কারবার,
ঘামে প্যাঁচ ভিড়ে চাপ সব নিয়ে বাপরে বাপ
তবুও কেনার মেল
যে চৈত্র সেল I
শাড়ি আছে আছে শালওয়ার,
প্যান্ট আছে আছে জামা..
বাকি কিছু নেই আর,
জামা জুতো প্রসাধনী
চৈত্র সেল যেন সোনার খনি I
দোকানিরা মৃদু হাসে দাম রাখে মহাকাশে,  
সেল দিলে দামে কম,
গৃহিনী আর রিডাকসান:
সমার্থক খুব আসান I
গৃহিনীরা খুব খুসী,
নকল দাম জিনিস বেশী,
খুব আপসোস সময়ের দোষ..
ছেলের স্কুল ফেরা কর্তার গুম মারা
বিদায় নেওয়ার পালা,
সাঙ্গ করি, কেনার খেল
শেষ হলো আপামর গৃহিনীর চৈত্র সেল I 

৩টি মন্তব্য: